Home Tags Posts tagged with "৭ মার্চ জাতীয় দিবস উদযাপনে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত"

৭ মার্চ জাতীয় দিবস উদযাপনে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0 0

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার,২৬ জানুয়ারী।।

ঐতিহাসিক ৭ মার্চ প্রথমবারের মত জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা।

২৬ জানুয়ারী মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো: আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

সভায় জাতীয় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,জাতির পিতার কর্মময় জীবনী নিয়ে নাটক মঞ্চায়ন,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।