Home Tags Posts tagged with "২১০০ পিস ইয়াবা সহ ০২ জন গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা"

২১০০ পিস ইয়াবা সহ ০২ জন গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা

বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২১০০ পিস ইয়াবা সহ ০২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ।

গ্রেফতারকৃতঃ ১।বশির আহম্মদ(৩৫), পিং-মৃত আব্দুস সালাম, মাতা-মৃত জামেলা বেগম, সাং-আমতল (আব্দুস সালামের বাড়ী), থানা-বিশ^নাথ, জেলা-সিলেট, বর্তমানে কাঠগড়, শামীমাবাদ(নুর ইসলামের বাসা), থানা-পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম,

২। সুমি আক্তার(৩০), পিতা-মৃত দেলোয়ার হোসেন মিয়া, মাতা-মৃত মাহমুদা, স্বামী-ইকবাল হোসেন, স্থায়ী সাং-আধুনগর, জসিম এর বাড়ি, থানা -লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম, বর্তমান সাং-ইসলাম নগর, নিলুর বাপের বাড়ি, থানা- চকরিয়া, জেলা-কক্সবাজার।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শাহ মোঃ আব্দুর রউফ ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে ,

২নং বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৬/১১/২০২০খ্রিঃ ১৩:৪০ ঘটিকায় চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার ব্রীজঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২১০০ পিস ইয়াবা সহ বশির আহম্মদ(৩৫) ও সুমি আক্তার(৩০) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।