Home Tags Posts tagged with "১১০০০ পিস ইয়াবা ও ০১টি ট্রাক সহ ০১ জন কে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ বন্দর"

১১০০০ পিস ইয়াবা ও ০১টি ট্রাক সহ ০১ জন কে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ বন্দর

মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ ফারুক উল হক, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি-বন্দর) জনাব নোবেল চাকমা ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব মোঃ ইয়াসির আরাফাত এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)/জনাব মোঃ শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে ১১ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৩/০৫/২০২১ খ্রিঃ রাত ০৪.১০  ঘটিকায় কর্ণফুলী থানাধীন টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১১০০০ পিস ইয়াবা ও ০১টি ট্রাক সহ মোঃ হৃদয়@অন্তর(২৬) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতঃ মোঃ হৃদয়@অন্তর(২৬), পিতা-মৃত আব্দুল হাকীম@ হাকীম কবিরাজ, মাতা-মৃত নিলুফা বেগম, সাং-রাজাপুর, নোয়াপাড়া সাহেব বাড়ী, পোঃ-শংকুচাইল, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা।