লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মহানগর এলাকায় মাদকমুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষে পুলিশ কমিশনারের নির্দেশে বেলপুকুর থানা,
আরএমপি’র এসআই/মোঃ সাইমন ইসলাম ও তার সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে গতকাল রাত্রী ১০.৪০ ঘটিকায় মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে বেলপুকুর রেলগেট সংলগ্ন মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে আটকপূর্বক ট্রাকের কেবিনে তল্লাশী করে খয়েরী রংয়ের জিপার যুক্ত ব্যাগের ভিতর ৫০ বোতল ফেন্সিডিল এবং নীল-কালো রংয়ের প্রিন্টের কাপড়ে মোড়ানো ৫০ বোতল ফেন্সিডিল, সর্বমোট ১০০ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে আটক করে।
আটককৃত আসামিরা হলেন, মোঃ রাজু আহম্মেদ রনি (২৪), পিতা-মোঃ মোনারুল ইসলাম মন্টু, সাং-শ্যামপুর পশ্চিম পাড়া, থানা-কাটাখালি এবং অপর আসামী ড্রাইভার মোঃ শিবলু রহমান (২৫), পিতা-মোঃ মোতাহার আলী, সাং-মাসকাটা দিঘি, থানা-কাটাখালি, উভয় মহানগর রাজশাহী।
আটককৃত ট্রাকসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন।