মাদারবাড়ী শোভনীয়া ক্লাব ও মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমী উদ্যোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এর সহ-সভাপতি ও বসুন্ধরা কিংস ক্লাবের সভাপতি মোঃ ইমরুল হাসান করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে, তাঁর আশুরোগ মুক্তি কামনায় মাদারবাড়ী তাওহীদুল আম্মা মাদ্রাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্তিত ছিলেন মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমী সভাপতি লায়ন এম এ মুছা বাবলু, মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর, ইকবাল হোসেন,ফুটবল কোচ মহসিন সাজু,যুগ্ম সম্পাদক মোঃ মোশাররফ হোসেন লিটন,
আবু সাঈদ,আলোউদ্দীন ভূইয়া,নূর জাহেদ বাবলু,রফিকুল ইসলাম মিঠু, আবদুল হামিদ নয়ন, ওমর ফারুক,আশরাদুল হক মুন্না,আবদুল মালেক, সাইমন আহমেদ সাহেদ, ওয়াহিদুল আলম অভি, মোঃ মাকসুদ,আরিফুল ইসলাম মারুফ, মোহাম্মদ ইমন।
খতমে কোরআনে অংশ নেন মাদ্রাসা ছাএরা এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ শহিদুল্লাহ করোনা আক্রান্ত ইমরুল হাসান সহ ক্লাবের সকল কর্মকর্তা জন্য মহান আল্লাহ দরবারে মোনাজাত করা হয়।