Home Tags Posts tagged with "প্রাবন্ধিক—আহবায়ক-চট্টগ্রাম গণ-মাধ্যম [সাংবাদিক ]পরিষদ।"

প্রাবন্ধিক—আহবায়ক-চট্টগ্রাম গণ-মাধ্যম [সাংবাদিক ]পরিষদ।

0 0

‘‘ঈদ মোবারক,সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।আপনি ও আপনার পরিবার পরিজন নিয়ে করোনার এই মহামারির এই বৈশ্বিক স্মরণকালের স্মরণীয় ভিন্ন আমেজে এইবার এই প্রথম মানুষের কল্যাণে নিজকে আত্মউৎসর্গ করে মানবতার কল্যাণে নিজকে বিলিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন।সে কামনা করছি৷

‘‘ঈদ মানেই খুশি৷এই ঈদে নিজে সতর্ক থাকুন,অন্যকে ও সচেতন ও সতর্ক হতে অাহবান করুন।কারও বাসায় নয়,অডিও বা ভিডিও কলে আপনার আপনজনকে ঈদের শুভেচ্ছা জানাতে পারেন। ঈদ-উল আযহা মুসলমানদের একটি মহা আনন্দের দিন৷

আসুন,আমরা আমাদের মনের কুপ্রবৃত্তিকে পরিহার করি ও আত্ম উৎসর্গের শিক্ষা গ্রহন করে মানবতার কল্যানে কাজ করি।আপনার পরিবার সহ সকলের ঈদের এই অনাবিল আনন্দ অনন্ত সুখ-শান্তিতে প্রবাহিত হোক দেশের প্রতিটি মানুষের অন্তরে-অন্তরে এবং এই করোনা কে জয় করে এই দেশের প্রত্যেক জনপদে মানুষ সুখে শান্তিতে আগামীতে পথ চলুক সেই প্রত্যাশায় আবারো সকলকে ঈদের শুভেচ্ছা।
________ঈদ মোবারক।