Home Tags Posts tagged with "প্রণব মুখার্জির প্রয়াণে তথ্যমন্ত্রীর শোক"

প্রণব মুখার্জির প্রয়াণে তথ্যমন্ত্রীর শোক

0 0

ঢাকা, সোমবার ৩১ আগস্ট, ২০২০:

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার সন্ধ্যায় প্রণব মুখার্জির মৃত্যুসংবাদে মন্ত্রী ড. হাছান তার শোকবার্তায় বলেন, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের কথা বাঙালি জাতি চিরকাল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। এই প্রাজ্ঞপ্রাণের জীবনাবসান উপমহাদেশ তথা বিশ্বরাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।

তথ্যমন্ত্রী প্রয়াত প্রণব মুখার্জির আত্মার শান্তিকামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।