Home Tags Posts tagged with "পুলিশ হেডকোয়ার্টাসের নি‌র্দেশনায় লক্ষীপুর কিশোর গ্যাং সংশ্লিষ্টদের গ্রেফতার ৫"

পুলিশ হেডকোয়ার্টাসের নি‌র্দেশনায় লক্ষীপুর কিশোর গ্যাং সংশ্লিষ্টদের গ্রেফতার ৫

মোঃ দীন ইসলামঃ
গতকাল বুধবার ২১ এপ্রিল সন্ধ্যায় বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্য কয়েকজন কিশোর ও তাদের কর্মকান্ডের তথ্য ও সাক্ষ্যপ্রমানসহ একটি বার্তা বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেইসবুক পেইজ এর ইনবক্সে প্রেরণ করেন লক্ষীপুর জেলার একজন সচেতন নাগরিক।
বার্তাটি পেয়ে বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং লক্ষীপুর জেলার পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, পিপিএম-সেবা কে অবহিত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করে।
পুলিশ সুপারের নির্দেশে অতি. পুলিশ সুপার মিমতানুর রহমান, পিপিএম জেলার সাইবার টিমকে নিয়ে কাজে নামেন। বার্তায় উল্লিখিত বিভিন্ন লিংক, ছবি ও তথ্যাদি যাচাই করে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদেরকে সনাক্ত করা হয়।
এরপর সাইবার টিমের সহায়তায় সদর থানার একটি টিম জেলার বিভিন্ন স্থানে সারারাত অভিযান চালিয়ে অভিযুক্তদেরকে আটক করে।
উল্লেখ্য, অভিযুক্তদের ব্যবহৃত অ্যাকাউন্ট সমূহে অপ্রীতিকর ও জনস্বার্থ বিরোধী নানা কর্মকান্ডের ছবি ও ভিডিওর সন্ধান পাওয়া গেছে।
এছাড়া, কিশোর গ্যাং এর নামে পরিচালিত কার্যক্রমের সাথে তাদের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমান পাওয়ায় এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।