Home Tags Posts tagged with "পিকআপ ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ"

পিকআপ ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ

0 0

মোহাম্মদ নেজাম উদ্দিনঃ আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি’র ড্রাইভার নিহত হয়েছে। তার নাম মোহাম্মদ জসিম (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার (৬ নভেম্বর) সকালে আনোয়ারা বাঁশখালী পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ জানান, নিহত মোহাম্মদ জসিম আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে ৪নং ওয়ার্ডের মৃত মাওলানা নুর আহমদের ছেলে।

ওসি দুলাল মাহমুদ জানান, শুক্রবার সকালে পিএবি সড়কের মাজার গেইট সংলগ্ন এলাকায় কাঁচামাল ভর্তি একটি পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় আহতদের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সিএনজি ড্রাইভার জসিমকে মৃত ঘোষনা করে।

এ ঘটনায় আহতরা হলেন- ছাহাদ (২০), আহমদ উল্লাহ (১২), আরমান (১৪)। তাদের উন্নত চিকিৎসারর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।