Home Tags Posts tagged with "জলঢাকায় সুস্থ হওয়া তিন করোনা রোগীকে ফুলের শুভেচ্ছা"

জলঢাকায় সুস্থ হওয়া তিন করোনা রোগীকে ফুলের শুভেচ্ছা

0 124

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃনীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থাকা তিনজন করোনা রোগী সুস্থ হয়েছেন।
সোমবার (২২ জুন) বিকেলে তাঁদের ছাড়পত্র দিয়ে ফুলের শুভেচ্ছা জানান হাসপাতালের কর্তৃপক্ষ।

সুস্থ হওয়া ওই তিনজন হলেন,
উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন তিলাই এলাকার মৃত জমদ্দিনের ছেলে শাহাবুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন বেগম এবং
খুটামারা ইউনিয়নের কুটিপাড়ার মৃত নিজামুদ্দিনের ছেলে ওসমান গনি। এদের বয়স ৫০ উর্ধে।
ভালো হয়ে যাওয়া রোগীরা হাসপাতাল ছাড়ার সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন।
বলেন, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে নার্স ও চিকিৎসকদের সেবায় আমরা মুগ্ধ।
দেশের অন্যান্য হাসপাতালে নার্স ও চিকিৎসকদের নিয়ে নানান কথা শোনা গেলেও এখানকার নার্সরা অত্যন্ত বিনয়ী,
সেই সঙ্গে চিকিৎসকরাও।
বিদায়ের মুহূর্তে তাদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু হাসান,রেজওয়নুল কবীর, আরএমও ডাঃ মেসবাহুর রহমান মেসবাহ, মেডিকেল অফিসার ডাঃ আরিফ হাসনাত,ডাঃ শরিফুজ্জামান তুহিন,সিএইচসিপি নিরঞ্জন রায়,নার্সিং অফিসার সুমন ইসলাম প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে জলঢাকা উপজেলায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫৭ জন।

এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আইসোলেশন ওয়ার্ডে ৩ জন করোনা রোগী ভর্তি আছে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছে ১ জন। নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছে ৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ জন এবং মারা গেছেন ২ জন।

এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়নুল কবীর বলেন,সামাজিক সচেতনতা ছাড়া এ ভাইরাস প্রতিরোধ করা সম্ভব না। ভাইরাসটি চতুর্দিকে ছড়িয়ে গেছে।
এখন আমাদের সকলকে নিজ দায়িত্বে স্বাস্থ্য বিধি মেনে চলাফেরা করা ছাড়া কোন উপায় নাই।