Home Tags Posts tagged with "চসিক প্রশাসকের সাথে বিএমডিএফ’র নেতৃবৃন্দের মতবিনিময়"

চসিক প্রশাসকের সাথে বিএমডিএফ’র নেতৃবৃন্দের মতবিনিময়

0 0

চট্টগ্রাম- ২১ অক্টোবর ২০২০ ইংরেজী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের সাথে বিএমডিএফ’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসিনুর রহমানের নেতৃত্বে মতবিনিম সভা আজ বিকেলে টাইগারপাসস্থ প্রশাসক দপ্তরে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিশ্বব্যাংকের প্রণোদনায় সার্বিক ব্যবস্থাপনায় নির্মাণাধীন দক্ষিণ আগ্রাবাদ মাল্টিষ্টোরেড কমার্শিয়াল কমপ্লেক্স ও ফইল্যাতলী মাল্টিষ্টোরেড কিচেন মার্কেটের কাজের অগ্রগতির বিষয়ে প্রকল্প পরিচালক প্রশাসককে অবহিত করেন।

প্রশাসক কাজের গুনগত মান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন , কাজের অগ্রগতি ও গুনগত মান বজায় রেখে অন্যান্য ফিটিংস মালামাল যাতে মানসম্মত হয়, সে দিকে নজর রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনাদেন। তিনি বলেন, বিশ্বব্যাংক আমাদের উন্নয়নের অংশীদার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আরো উন্নয়ন প্রকল্প বরাদ্দ দেয়ার জন্য বিএমডিএফ’র এমডিকে অনুরোধ জানান।

উল্লেখ্য দক্ষিণ আগ্রাবাদ কমার্শিয়াল মার্কেটের নির্মাণ ব্যয় ৩৮ কোটি টাকা এবং ফল্যাতলী বাজার কিচেন মার্কেটের নির্মাণ ব্যায় ১৭ কোটি টাকা। এ সময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশম, বিএমডিএফ প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী কামরুজ্জামান, কনসালটেন্ট প্রকৌশলী মো. আশরাফ, বিএমডিএফ প্রকল্পের পিডি ও চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক,

ডিপিডি নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, প্রকল্প ব্যবস্থাপক নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মো. তৈয়ব, মো. জসিম উদ্দিন, সহকারী প্রকৌশলী আনোয়ার জাহান, বিএমডিএফ প্রকৌশলী আলামিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।