Home Tags Posts tagged with "চসিক প্রশাসকের সাথে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির মতবিনিময়"

চসিক প্রশাসকের সাথে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির মতবিনিময়

0 0

চট্টগ্রাম- ০১ অক্টোবর ২০২০খ্রিঃচট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, সব ধর্মের মূল হচ্ছ আত্মাকে পরিশুদ্ধ করা।বহির^তার কারণে মানুষের আসল চেতনাটা চাপা পড়ে যায়। গীতা শিক্ষা কে বিকশিত করার জন্য সনাতনী শিশুদের ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষাক্ষায়    করে গড়ে তুলতে পারলে একদিকে যেমন পূণ্য লাভ করবেন অপরদিকে সমাজে শান্তি শৃক্সখলা প্রতিষ্ঠা পাবে।

প্রসঙ্গক্রমে তিনি বলেন, প্রয়াত সাবেক মেয়র এ বি এম মহিউদ্দীন চৌধুরী মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনাকে জাগিয়ে তুলতে সকল ধর্মীয় উপাসনালয়ে ছোটদের ধর্মীয় পড়াশোনার ব্যবস্থার উদ্যোগগ্রহন করেছিলেন। তাই আসুন অসাম্প্রদায়িক চেতনায় নিজেকে গড়ে তুলি এবং দূর্নীতি, সন্ত্রাস এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশ মাতৃকার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান প্রশাসক।

আজ বিকেলে টাইগারপাসস্থ চসিক সম্মেলন করে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত ¡করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণি। এসময় প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমদ সোলেমান, বাগশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা এড.তপন কান্তি দাশ,বাগশিক কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ডা.অন্জন কুমার দাস,

ভারপ্রাপ্ত সভাপতি আশীষ কুমার পাঠক, মোহন চৌধুরী, বৃষ্টি বৈদ্য, যীশু সেন,মহানগর সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, দদক্ষিণ জেলা সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে,সাধারণ সম্পাদক রূপক শীল,উত্তর জেলা সভাপতি অমৃত লাল দে,সাধারণ সম্পাদক শিবু কুমার দাসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।