Home Tags Posts tagged with "চসিক প্রশাসককে ২০ হাজার মাস্ক দিল ক্লিফটন গ্রুপ"

চসিক প্রশাসককে ২০ হাজার মাস্ক দিল ক্লিফটন গ্রুপ

0 0

আয়াজ আহমাদ চট্টগ্রাম-১১ নভেম্বর ২০২০ইং করোনা মোকাবেলায় নগরবাসীর মাঝে বিলির জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজনের হাতে ২০ হাজার মাস্ক বিতরণ করেছে পোশাক শিল্প প্রতিষ্ঠান ক্লিফটন গ্রপের

গত মঙ্গলবার বিকেলে টাইগারপাসস্থ চসিক প্রশাসক দপ্তরে প্রশাসকের হাতে মাস্ক হস্তান্তর করেন ক্লিফটন গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী। এ সময় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, ক্লিফটন গ্রপের পরিচালক ও প্রধান নির্বাহী এ জে এম সাইফুল ইসলাম টুটুল উপস্থিত ছিলেন।

মাস্ক গ্রহণকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন ক্লিফটন গ্রপের ব্যবস্থাপনা পরিচালকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই করোনা মহামারী পুরা বিশ্বের জনজীবন অর্থনীতির চাকাকে স্থবির করে দিয়েছে। এ থেকে রক্ষায় সকল অর্থ বিত্তশালীদের মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।

ক্লিফটন গ্রুপ যেভাবে এগিয়ে আসলো এরকম আরো প্রতিষ্ঠান এগিয়ে এলে গরীব মানুষের জীবন সুরক্ষা পাবে।