Home Tags Posts tagged with "চসিক নির্বাচন ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থীর ইশতেহার"

চসিক নির্বাচন ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থীর ইশতেহার

মোঃ রিপন চৌধুরি, চট্টগ্রাম চট্টগ্রাম সিটি নির্বাচন ইসলামী আদালন বাংলাদশর ময়র প্রার্থী আলহাজ্ব জানাতুল ইসলাম-এর নির্বাচনী ইশতহার ঘাষণা

দুর্নীতি, অপব্যয় ও অপচয় রাধ কর নাগরিক সবা বাড়ানা এবং চট্টগ্রামক নারী-শিশুদর জন্য নিরাপদ নগরী হিসব গড় তালার অঙ্গীকার

আসন চট্টগ্রাম সিটি কর্পারশন ইসলামী আদালন বাংলাদশর ময়র প্রার্থী আলহাজ জানাতুল ইসলাম দুর্নীতি, অপব্যয় ও অপচয় রাধ কর নাগরিক সবা বদ্ধি, চট্টগ্রামক নারী-শিশুদর জন্য নিরাপদ নগরী হিসব গড় তালা এবং ব্যাপকভাব কমিউনিটি হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যম নগরবাসীর সেবা নিশ্চিত করার অঙ্গীকার করছন। আজ (রবিবার) বলা ১২ টায় নগরীর ওআর নিজাম রাড¯ কাচি ডাইন হাটল নির্বাচনী ইশতহার প্রকাশ উপলক্ষ্য এক সাংবাদিক সম্মলন তিনি এই অঙ্গীকার ব্যক্ত করন।

সাংবাদিক সম্মলন আলহাজ জানাতুল ইসলাম বলন, উনয়ন বরাদ্দ জনগণর সত্তর ভাগ টাকা দুর্নীতিবাজদর পকট চল যায়। বাকি ত্রিশ ভাগ টাকার অধিকাংশ অপব্যয় ও অপচয় নষ্ট হয়। দলীয় লাকজনক সুবিধা প্রদান, নির্বাচনী তহবিল চাঁদাদাতা সুবিধাবাদীর আবদার রক্ষা এবং স্বজনপ্রীতির কারণ উনয়ন ব্যহত হয়ছে বারংবার। মেয়র প্রার্থী আলহাজ জানাতুল ইসলাম নাগরিক সবা বদ্ধির অঙ্গীকার ব্যক্ত কর বলন, আমরা আল্লাহক ভয় করি, জনগণর আমানত রক্ষা করবা, দুর্নীতি-অপব্যয় ও অপচয় রাধ করবা আর এর মাধ্যম সিটি কর্পারশনর টাকা বাঁচিয় জনগণর সবা ও সবার মান বদ্ধি করবা ইনশাআল্লাহ।

সাংবাদিক সম্মলন লিখিত বক্তব্য নির্বাচিত হলে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সৃষ্টিত কাজ করবেন বলে উল্লেখ কর বলেন, যুব-সমাজ আজকে নৈতিক অবক্ষয়র শিকার, তাদর মধ্য মাদকাসক্তি ছড়িয়ে পড়ছে, নারীর প্রতি সহিংসতা বদ্ধি পাছ এবং নারী-শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছ। যুব-সমাজর নতিক চরিত্র সংশাধন, বদ্ধ পিতা-মাতার সম্মান ও বড়দর প্রতি শ্রদ্ধার য ঐতিহ্য তা পুনরদ্ধার ধর্মীয় শিক্ষা বদ্ধি ও মসজিদ মসজিদ সকাল বলার মকতাব পরিচালনা জোরদার করা হবে। আলহাজ জানাতুল ইসলাম আরও বলন, চট্টগ্রাম শহর বসবাসকারী চাকরিজীবী মধ্যবিত্ত পরিবারর জন্য বাসা ভাড়া একটি বড় বাঝা। ছলময়দর পড়াশানা এবং নিত্যদ্রব্যর ঊর্ধগতি তাদর জন্য শহর বসবাস দুঃসাধ্য হয় ওঠছ। আমরা ৩০% হাল্ডিং ট্যাক্স কমিয় দেওয়া এবং বছর বছর বাসা ভাড়া বদ্ধির প্রবণতা রাধ করা হবে।

সাংবাদিক সম্মলন আরো উপস্থিত ছিলেন, নগর সহসভাপতি আলহাজ্ব আবুল কাশেম মাতাব্বর, নগর সক্রটারী আলহাজ্ব আল মুহাম্মদ ইকবাল, প্রমুখ।