Home Tags Posts tagged with "চরঘেরা) জাল উদ্ধার"

চরঘেরা) জাল উদ্ধার

নৌ পুলিশ হিজলা নৌ ফাঁড়ি, বরিশালে অবৈধ (কারেন্ট,চরঘেরা) জাল উদ্ধার

আয়াজ সানি সিটিজি ট্রিবিউন ২০ জুন:

নৌ পুলিশের অর্জনঃ–সরকার ঘোষিত সমুদ্রসীমায় ৬৫ দিন মৎস্য আহরন নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়নে হিজলা নৌ ফাঁড়ি, বরিশাল কর্তৃক অবৈধ (কারেন্ট,চরঘেরা) জাল উদ্ধার।

হিজলা নৌ ফাঁড়ি, বরিশাল এর ইনচার্জ সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ মেঘনা সহ মেঘনা নদীর বিভিন্ন শাখায় অভিযান পরিচালনা করে মালিক বিহীন পাতানো অবস্থায় অবৈধ (কারেন্ট,চরঘেরা) জাল ১,০০,০০০ (এক লক্ষ) মিটার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য-৩০,৫০,০০০/-(ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা উদ্ধার করা হয়।

জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নৌ পুলিশের সরকার ঘোষিত সমুদ্রসীমায় ৬৫ দিন মৎস্য আহরন নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়নে পায়রাকুঞ্জ নৌ ফাঁড়ি, পটুয়াখালী কর্তৃক অবৈধ (কারেন্ট, চরঘেরা) জাল উদ্ধার।

২০ জুন, ২০২১ খ্রিঃ।

পায়রাকুঞ্জ নৌ ফাঁড়ি, পটুয়াখালী এর ইনচার্জ সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ পটুয়াখালী থানাধীন পায়রা নদীতে নিয়মিত নৌ টহল ডিউটি পরিচালনা করে মালিক বিহীন পাতানো অবস্থায় অবৈধ (কারেন্ট,চরঘেরা)
জাল সর্মোট ৮০,০০০ (আশি হাজার) মিটার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য-২৫,৫০,০০০/-(পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা উদ্ধার করা হয়।

জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ।