Home Tags Posts tagged with "চট্টগ্রামে দৈনিক মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত"

চট্টগ্রামে দৈনিক মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0 0

মোহাম্মদ তানভীর :চট্টগ্রামে দৈনিক মানবকণ্ঠের নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । আজ শনিবার দৈনিক মানবকন্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান এম এম খালেদ ও বিশিষ্ট সাংবাদিক আ ন ম সানাউল্লাহর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত উক্ত জমকালো অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

দৈনিক মানবকন্ঠের চট্টগ্রাম ব্যুরোর উদ্যোগে আয়োজিত উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের পূর্বে সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য শোভযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং দৈনিক মানবকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো অফিসে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় ।

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী, চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ডলফিন,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আবু সুফিয়ান ,চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলী আব্বাস, দৈনিক কালজয়ী পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান তানভির আহমেদ , বিডি জার্নাল থ্রি সিক্সটি ফাইভ এর ব্যবস্থাপনা সম্পাদক আরেফিন খালেদ সহ অন্যান্যরা ।

অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন ” বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমানুষের আকুতি তুলে ধরতে ” দৈনিক মানবকন্ঠ ” কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে । ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে নির্ভীক সাংবাদিকতার আইকন হিসেবে ” দৈনিক মানবকন্ঠ ” জনমানুষের হৃদয়ে ফুলের ন্যায় প্রস্ফুটিত হবে এই প্রত্যাশা সকলের ।