Home Tags Posts tagged with "চট্টগ্রামে দক্ষিণ পতেঙ্গা হতে অজ্ঞাত লাশ উদ্ধার।"

চট্টগ্রামে দক্ষিণ পতেঙ্গা হতে অজ্ঞাত লাশ উদ্ধার।

চট্টগ্রামে দক্ষিণ পতেঙ্গা হতে অজ্ঞাত লাশ উদ্ধার।
সিটিজি ট্রিবিউন;
গত ২৪/০৬/২০২১ ০৩.৪৫ ঘটিকায় পতেঙ্গা মডেল থানাধীন দক্ষিণ পতেঙ্গা ভিআইপি রোডস্থ কমিশনার ঘাটা পাকা রাস্তার উপর অনুমান ৬০ বছর বয়সের একজন পুরুষের লাশ পাওয়া যায়।
মৃত ব্যক্তির উচ্চতা- অনুমান ০৫ ফুট ০৩ ইঞ্চি,সাদা চাপ দাঁড়ি অনুমান ৪ ইঞ্চি, মাথায় চুল পাকা কালো, গোঁফ ১ ইঞ্চি, গায়ের রং-শ্যামলা। উক্ত ব্যক্তি সাদা চেকের লুঙ্গী পরিহিত ছিল।
কেউ উক্ত লাশের পরিচয় সনাক্ত বা পরিচয়ের সন্ধান দিতে পারলে অফিসার ইনচার্জ, পতেঙ্গা মডেল থানা, সিএমপি, চট্টগ্রাম (মোবাইল ০১৩২০০৫২৯৪৭) এবং এসআই মোহাম্মদ শাহাদাত হোছাইন, পতেঙ্গা মডেল থানা,
সিএমপি, চট্টগ্রাম (মোবাইল ০১৮১৩৮৪৫৬০৩) বরাবর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।