চট্টগ্রামে এক অজ্ঞাত কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৮ আগস্ট) বিকেলে নগরীর মেরিনার্স সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মেরিনার্স সড়কের পাশের একটি ঝোপঝাড়ে একটি কন্যা শিশুর লাশ পড়ে থাকতে দেখে নিরাপত্তা কর্মীরা পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। নিহত শিশুর এখনো নাম পরিচয় জানা যায়নি।