Home Tags Posts tagged with "গাউসিয়া কমিটি বাকলিয়া থানা ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন"

গাউসিয়া কমিটি বাকলিয়া থানা ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

0 0

গাউসিয়া কমিটি বাংলাদেশ মহানগর ঘোষিত পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বাকলিয়া থানা শাখার উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা উপ-কমিটির অধীনে ক্বেরাত নাতে রাসূল (দ.), রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা গত ১৫ অক্টোবর স্থানীয় সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে থানা গাউসিয়া কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নুরুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে আলোচনায় অংশ নেন আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের, আলহাজ্ব আমিনুল হক চৌধুরী, আলহাজ্ব জয়নুল আবেদীন, আলহাজ্ব জামাল উদ্দিন সুরুজ, জানে আলম জানু, আব্দুল করিম সেলিম, সাব্বির আহমদ, আইয়ুব আলী, মোঃ হাসান, আব্দুল কাদের রুবেল, হাবিব মনসুর, মোঃ মহসিন, আহমদ রেজা রুকু পাঠান, মোঃ হেলাল উদ্দিন, নাসির উদ্দিন, মোঃ নাসির, ফরিদুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে প্রায় শতাধিক সিনিয়র জুনিয়র ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। বিচারকমন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা এমদাদুল ইসলাম কাদেরী, মাওলানা হাফেজ আবু সায়েম মুহাম্মদ কাইয়ুম, হাফেজ আব্দুল লতিফ। আলোচনা সভায় বক্তারা বলেন, অপ সংস্কৃতি বেড়াজাল হতে বেড়িয়ে ইসলামী সাংস্কৃতিক চর্চা সময়ের দাবি।

দেশীয় ও ইসলামিক সাংস্কৃতিক চর্চায় যুব ও ছাত্র সমাজ নৈতিক চরিত্র ও আদর্শিক নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ৭ নভেম্বর সিলভার প্যালেসে থানা শাখার ব্যবস্থাপনায় বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে।