Home Tags Posts tagged with "খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মগুরু আর্চ বিশপ মজেস কস্তার প্রতি চসিক প্রশাসকের শ্রদ্ধা"

খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মগুরু আর্চ বিশপ মজেস কস্তার প্রতি চসিক প্রশাসকের শ্রদ্ধা

0 0

খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মগুরু আর্চ বিশপ মজেস কস্তার জীবনাবসান হয়েছে গতমাসে। আজ শুক্রবার দুপুরে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রামের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন । এসময় প্রশাসক তার স্মরণে এক মিনিট নিরবতা পালন করে বলেন তিনি ছিলেন অসাম্প্রদায়িক চিন্তার অধিকারী। খ্রিস্টান ধর্মীয় ব্যক্তিত্ব হলেও তিনি চট্টগ্রামের সব ধর্মের, সব শ্রেণি-পেশার মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। উদার, মানবিক মানুষ হিসেবে রাজনৈতিক দল নির্বিশেষে সবাই তাকে সমীহ করতেন। বড়দিনসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন উৎসবে পাথরঘাটা গির্জায় সকল ধর্মের মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সম্মিলনের আয়োজন করতেন আর্চ বিশপ। চট্টগ্রাম অঞ্চলে শিক্ষা, চিকিৎসাসহ সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডেও নিজেকে জড়িত রেখেছিলেন তিনি। প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন খ্রীষ্টান ধর্মের সকলকে যেকোনো প্রয়োজনে তার সাথে যোগাযোগ করার অনুরোধ জানান।উল্লেখ্য মজেস কস্তার জন্ম গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া গ্রামে। তিনি চট্টগ্রাম বিভাগে ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু ছিলেন।এসম য় প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম ও চট্টগ্রাম আর্চডাইয়োসিসান এর ধর্মযাজক ও অফিস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।