করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় কোভিড -১৯ এ আক্রান্ত শ্বাসকষ্ট জনিত রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিতকল্পে মোহরাস্থ পাঠানপাড়া মহল্লবাসীর জন্য অত্র এলাকার কৃতি সন্তান,
বিশিষ্ট সমাজ সেবক প্রবাসী জনাব আব্দুল বারী ও মো লোকমানের যৌথ উদ্যোগে অদ্য শুক্রবার জুমার নামাজের পর দোয়া মাহফিলে মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফ্রী অক্সিজেন সার্ভিস চালু হয়।
এসময় উপস্থিত ছিলেন শামসুল আলম জমিদার,ইলিয়াছ,ইউসুফ,ছালে জহুর,জামাল,হারুন,নুরুল আব্বাস,বশির,
আবদুর রহমান,সোলেমান,মহিউদ্দিন,মো আলম,চান্দগাঁও থানা শ্রমিক লীগের সহ-সভাপতি মোরশেদ খাঁন,মিশুকের সাধারণ সম্পাদক ফরহাদ খাঁন,আরিফ,নাফিস,মামুন,রায়হান প্রমুখ।
প্রবাসী আব্দুল বারী ভিডিও বার্তায় বলেন মহামারী করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় পাঠানপাড়া মহল্লায় প্রায় ৩০০পরিবারের মাঝে ত্রাণ ও আক্রান্ত ব্যক্তির চিকিৎসা সেবায় আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি,তারপরও মহল্লায় কেউ যাতে শ্বাসকষ্ট জনিত কারণে কষ্ট না পায় সে লক্ষে আমরা ফ্রী অক্সিজেন সেবা দেওয়ার উদ্যোগ নিয়।
পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক জনাব লোকমান বলেন করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় মহল্লাবাসীদের মনোবল শক্ত রেখে সরকারের দিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।