Home Tags Posts tagged with "অল অফ ওয়ান বিডি চাটখিল”এর ২৯ টাকায় ইফতার কর্মসূচি।"

অল অফ ওয়ান বিডি চাটখিল”এর ২৯ টাকায় ইফতার কর্মসূচি।

0 0
নিজস্ব প্রতিবেদকঃ
অল অফ ওয়ান বিডি চাটখিল”
নোয়াখালীর চাটখিলের একটি অন্যতম অলাভজনক, স্বেচ্চাসেবীমূলক সংগঠন।
এটি চাটখিলে ব্যাপক পরিচিত ও সাড়া জাগানো একটি সংগঠন।তাদের নানাবিধ সামাজিক কর্মকান্ডে উপকৃত হচ্ছে চাটখিলবাসী। তারই ধারাবাহিকতায় “অল অফ ওয়ান বিডি চাটখিল “পবিত্র মাহে রমজানে ইফতার চ্যালেঞ্জ গ্রহন করেছেন।তা হলো আপনার আমার  ২৯টাকায় ইফতার পাবেন একজন রোজাদার।
তারই প্রেক্ষিতে আজ প্রথম দিনের কার্যদিবস সম্পন্ন হয়।এবং আজকের দিনে তাদের প্রথম ইফতার চ্যালেঞ্জে ইফতার পান ১০০জন রোজাদার। লকডাউনের মতো এমন জটিল সমস্যায় থমকে আছে জনজীবন।বিপর্যস্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবার গুলো তাদের একটু সহায়তা প্রদানে রমজান মাসে ইফতার বিতরন কার্যক্রম চালিয়ে যাবেন “অল অফ ওয়ান বিডি চাটখিল “এর স্বেচ্চাসেবীবৃন্দ।
আজকের ইফতার আইটেমে ছিলো-
মোরগ-খিঁচুড়ি,ডিম,খেঁজুর,সালাদ,জুস।
“অল অফ ওয়ান বিডি চাটখিল” সংগঠনের সভাপতি কামরুল ইসলাম জানান,লকডাউনের মতো এত জটিল সমস্যায় দারিদ্র খেটেঁ খাওয়া মানুষদের একটু দুঃখ কষ্ট লাগব করতেই মাসব্যাপী আমাদের এ কার্যক্রম।আমরা আমাদের এ কার্যক্রমে ২৯টাকার একটি চ্যালেঞ্জ নেই।যেখানে আপনার আমার ২৯টাকায় ইফতার পাবে একজন রোজাদার।আমরা আমাদের এ কার্যক্রম মাসব্যাপী চালিয়ে যাওয়ার চেষ্টা করব।এজন্য সকল ভাই বোনদের সহযোগীতা কামনা করছি।
অসহায় রোজাদারদের জন্য টাকা পাঠান।আপনার আমার ২৯টাকায় একজন রোজাদার ইফতার পাবেন।
অসহায় রোজাদারদের জন্য টাকা পাঠান-
০১৬০৯-৩৯৮৮৪১
বিকাশ,নগদ,অথবা রকেটের মাধ্যমে টাকা পাঠিয়ে আমাদের পাশে থাকুন।