Home Tags Posts tagged with "অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালীন মহেশপুর সীমান্তে অনুপ্রবেশের সময় ৪ জন আটক"

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালীন মহেশপুর সীমান্তে অনুপ্রবেশের সময় ৪ জন আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দিয়ে অবৈধভাবে ভারতে যাবার সময় ৪ জনকে আটক করেছে বিজিবি। শনিবার ভোর রাতে একজন পুরুষ, একজন নারী ও দুইজন শিশুকে আটক করা হয়।

আটকৃকতদের বাড়ি ভোলা জেলায়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা মাটিলা বিওপির দায়িত্বপুর্ণ এলাকা থেকে এই চারজনকে আটক করা হয়।

তারা অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে অতিক্রম করে ভারতে যাবার চেষ্টা করছিল। এ ঘটনায় মহেশপুর থানায় একটি পাসপোর্ট আইনে মামলা হয়েছে।