Home Tags Posts tagged with "অনাবৃ"

অনাবৃ

0 0

ডেস্ক রিপোর্ট

আজ অনাবৃ ফাউন্ডেশন, ইঞ্জিনিয়ার্স সোসাইটি এসএসসি ২০০১ ব্যাচ ও পাঠশালা এসএসসি ২০০১ বাংলাদেশের পক্ষ থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান ও সেগুনবাগিচা এলাকায় দুস্থ নারী-পুরুষ ও পথশিশুদের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয় ৷

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (অাইইবি) এর ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার ৷

এ সময় উপস্থিত ছিলেন অাইইবির ইলেকট্রিক্যাল ডিভিশনের সেক্রেটারী ও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ অাবু সুফিয়ান মাহবুব (লিমন) যিনি অনাবৃ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, ইঞ্জিনিয়ার্স সোসাইটি এসএসসি ২০০১ ব্যাচের কনভেনার ও পাঠশালা এসএসসি ২০০১ বাংলাদেশ এর উপদেষ্টা ৷

আর ও উপস্থিত ছিলেন অনাবৃ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনির হোসেন রনি, পাঠশালা এসএসসি ২০০১ বাংলাদেশ এর এডমিন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক সাজিদ আহমেদ, তরুন ব্যবসায়ী মোঃ অাফজাল হোসেন (নাহিদ), সাবেক ছাত্রনেতা বাপন দাস প্রমুখ ৷ এ

প্রতিবেদকের সাথে অালাপকালে প্রকৌশলী মোঃ অাবু সুফিয়ান মাহবুব (লিমন) জানান যে, অনাবৃ ফাউন্ডেশন করোনা পরিস্থিতিতে প্রতি সপ্তাহে কমপক্ষে দুদিন কতিপয় অসহায় দুস্থদের মাঝে একবেলা খাবার বিতরনের উদ্যোগ নিয়েছে ৷

পাশাপাশি অনাবৃ কর্তৃক অাগামী শনিবার সকালে প্রথম ধাপে ঢাকার অাগারগাঁয়ে ১০০ দুস্থ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসিক বাজার তথা ‘ভালোবাসার উপহার’ বিতরন করা হবে এবং পর্যায়ক্রমে খিলগাঁও, পুরান ঢাকা, মিরপুর, উত্তরায় উপহার বিতরন করা হবে ৷

এ কার্যক্রমে সহযোগীতার জন্য বিভিন্ন সামাজিক সংস্থার পাশাপাশি যে সকল ব্যক্তিবর্গ এগিয়ে এসেছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানান ৷

পরিশেষে, করোনা পরিস্থিতিতে সরকারী নির্দেশনা মোতাবেক সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি অনুরোধ করেছেন৷