৫০২ বোতল ফেন্সিডিল এবং ৫০ কেজি গাঁজাসহ ০৩ জন গ্রেফতার, প্রাইভেটকার জব্দ৷র‍্যাব-১১

গজারিয়া হতে ৫০২ বোতল ফেন্সিডিল এবং ৫০ কেজি গাঁজাসহ ০৩ জন গ্রেফতার, প্রাইভেটকার জব্দ৷র‍্যাব-১১

 

সিটিজি ট্রিবিউন;

 

র‍্যাব-১১,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অদ্য ২২ ফেব্রুয়ারি ২০২১ ভোরে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে কুমিল্লা থেকে ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার তল্লাশী করে ৫০২ বোতল ফেন্সিডিল এবং ৫০ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ কামাল হোসেন ইকু (৩৪), ২। মোঃ মুন্না (২৯) এবং ২। মোঃ রাকিব হোসেন বাবু (৪০)।

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার ও ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ কামাল হোসেন ইকু নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ, আক্রা এল এন রোড এলাকার মোঃ হানিফের এর ছেলে, মোঃ মুন্না একই জেলা ও থানাধীন পশ্চিম দেওভোগ এলাকার আঃ হালিমের ছেলে এবং অপর আসামী মোঃ রাকিব হোসেন বাবু একই জেলা ও থানাধীন আম হাট্টা জল্লারপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীন এর ছেলে।

গ্রেফতারকৃত আসামীরা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা পরষ্পর যোগসাজশে নিয়মিতভাবে প্রাইভেটকারের চালক ও যাত্রীর ছদ্মবেশ ধারণ করে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা পরিবহন করে আসছিল।

গ্রেফতারকৃত এই মাদক ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত ১ নং আসামী মোঃ কামাল হোসেন ইকু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার দায়ে ইতোঃপূর্বে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

Leave a Reply