শেরশাহ বয়েজ ক্লাবের উদ্যোগে বৃহত্তর শেরশাহ ও বাংলাবাজার রাস্তা অভিমুখে জনসাধারণের নিরাপদ রাস্তা পারাপারের জন্য চতুর্মুখী ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন
শেরশাহ বয়েজ ক্লাবের উদ্যোগে বৃহত্তর শেরশাহ ও বাংলাবাজার রাস্তা অভিমুখে জনসাধারণের নিরাপদ রাস্তা পারাপারের জন্য চতুর্মুখী ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন
সিটিজি ট্রিবিউন প্রতিনিধি জামির উদ্দিন চট্টগ্রাম;
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বৃহত্তর শেরশাহ কলোনী ও বাংলাবাজার রাস্তা অভিমুখে জনসাধারণের নিরাপদ রাস্তা পারাপারের জন্য চতুর্মুখী ফুটওভার ব্রিজ নির্মাণ, যত্রতত্র পার্কিং নিষিদ্ধকরণ, পার্কিং ব্যবস্থা উন্নয়ন, ট্রাফিক পুলিশ বক্স স্থাপন, ট্রাফিক লাইটিং এর ব্যবস্থা করণ, উল্টো পথে গাড়ি চলাচল বন্ধ ও স্পিড ব্রেকারের দাবিতে শেরশাহ বয়েজ ক্লাবের উদ্যোগে ও গোলাম রহমান (মিশু),সাইফুল ইসলাম, রফিকুল আলম, সালাহউদ্দিন এর সঞ্চালনায় এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিল প্রজন্ম ক্লাব,পথের আলো, শেরশাহ হাউজিং মার্কেট একাদশ, শেরশাহ কলোনী ব্যবসায়ী কল্যান সমিতি (মিনারের পূর্বাংশ),বৃহত্তর শেরশাহ কলোনী ও বাংলা বাজার এলাকার সর্বস্তরের সাধারন জনগন, শেরশাহ ক্রীড়া ও সংস্কৃতি সংঘ, শেরশাহ স্পোর্টিং ক্লাব, শেরশাহ ফিলিংস ক্লাব, ফ্রেন্ডস ক্লাব,বন্ধন,
ফকিরপাড়া রেনেসাঁ সংঘ, মাইজ পাড়া যুব সংঘ,শেরশাহ জামে মসজিদ, শেরশাহ বায়তুল মোকাররম জামে মসজিদ, ফকির পাড়া জামে মসজিদ, বাইতুল মামুর জামে মসজিদ, মুক্তিযোদ্ধা জামে মসজিদ, সাংবাদিক সোসাইটি জামে মসজিদ এর খতিব ও মুসল্লীবৃন্দ!
এতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন 2 নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শাহেদ ইকবাল বাবু, সাংবাদিক আলি আহমেদ শাহিন, বায়তুল মোকাররম মসজিদের খতিব ইউসুফ, বাইতুল মামুর জামে মসজিদের খতিব মোজাম্মেল হক,
হাজি আব্দুল কুদ্দুস বাপ্পি, নাজিম উদ্দিন, মাহাবুবুর রহমান রিপন, এস এম আলমগীর, তৌহিদ আলম, আব্দুল মতিন, নাজমুল হক বাবু, শামস মোহাম্মদ জিয়াউল হক, মোহাম্মদ আনোয়ার হোসেন, মো জুয়েল,কাজল,মাজিদ,স্বপন, জাহাঙ্গীর, আশিকুর রহমান খোকন,
শাহবুদ্দিন,আলমগীর,তসলিম,আমান,ফারুক,ইসমাইল হোসেন সোহেল, পারবেজ,সানি,জাহিদ আলম লিটন, মইন সিদ্দিকী নিক্কি,মো হেলাল, মোহাম্মদ ইলিয়াস, আলম, সাইফু, সোহাগ, পল্লব, উজ্জ্বল,শুভ,রাজিব, ছোটন,সাজ্জাদ,গোলাম রসুল সাদ্দাম, তানভীর হোসেন, মোঃ মফিজ প্রমুখ সহ
মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এতে সকলের একটাই দাবি:বৃহত্তর শেরশাহ কলোনী ও বাংলাবাজার রাস্তা অভিমুখে জনসাধারণের নিরাপদ রাস্তা পারাপারের জন্য চতুর্মুখী ফুটওভার ব্রিজ নির্মাণ, যত্রতত্র পার্কিং নিষিদ্ধকরণ, পার্কিং ব্যবস্থা উন্নয়ন, ট্রাফিক পুলিশ বক্স স্থাপন, ট্রাফিক লাইটিং এর ব্যবস্থা করণ, উল্টো পথে গাড়ি চলাচল বন্ধ ও স্পিড ব্রেকার তৈরির দাবি করেন।
বিঃদ্র-শেরশাহ বয়েজ ক্লাবের সকল সদস্যবৃন্দ,বলেন সমাজ বির্নিমানে ও যে কোন সামাজিক,যোক্তিক দাবি আদায়ে ছিল আছে ও থাকব, যে কোন সামাজিক, যৌক্তিক আয়োজনে সর্বদা সকলের পাশে পাব বলে আশা ব্যক্ত করেছেন।