বিপুল সংখ্যক ইয়াবা নিয়ে পালংখালী ইউনিয়ন কৃষকলীগ নেতা সহ আটক দুইজন
বিপুল সংখ্যক ইয়াবা নিয়ে পালংখালী ইউনিয়ন কৃষকলীগ নেতা সহ আটক দুইজন
দেলোয়ার হোছাইন সিটিজিট্রিবিউনঃ
কক্সবাজার উখিয়া উপজেলার পালংখালীতে গোপন সংবাদ এর ভিত্তিতে চট্টগ্রাম র্যাব-৭ এর সদস্যরা অভিযান চালিয়ে ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ও সরওয়ার আলমকে আটক করেছে। তাদের দেওয়া তথ্যের সুত্র ধরে একটি পাহাড়ের গর্ত থেকে ৯৪ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সুত্র জানায়, ৫ ফেব্রুয়ারী রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম র্যাব-৭ এর চৌকষ একটি আভিযানিক দল পালংখালী কেদার খোলা স্থান থেকে মৃত্যু আফালতুন (ধইন্না) পুত্র সাহাব উদ্দিন, ফারিরবিল এলাকায় মৃত্যু শামসুল আলম পুত্র সরওয়ার আলম কে আটক পরে তাদের তথ্য সুত্রে পালংখালী বসতি একটি বাড়ির পাহাড় থেকে ৯৪ হাজার ৬০০ ফিস ইয়াবা উদ্ধার করে উদ্ধার পরে তাদের কে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।
পরে উপস্থিত পালংখালী ইউপি সদস্য নুরুল হক মেম্বার সহ স্বাক্ষীদের সামনে ইয়াবা গুলো জব্দ করা হয়েছে বলে বিশেষ সুত্রে খবর।
স্হানীয় সুত্রে খবর এই দুইজনের কয়েকটি বড় গডফাদার রয়েছে এই গুলো ধরা ছোঁয়ার বাহির রয়ে গেছে বলে জানান তাদের কে শেল্টার দেওয়া নেতাদের হাত রয়েছে এবং সরওয়ার এর মামা শ্বশুর মিয়ানমারের শীর্ষ ইয়াবা গডফাদার সিরাজুল ইসলাম (ছিক কুইন্যা) বলে জানা গেছে।
এই বিষয়ে উখিয়া থানা সুত্রে খবর দুইজন আসামি কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান উখিয়া থানা তদন্ত অফিসার ইনচার্জ গাজী সালাহউদ্দীন আহমেদ।