বড়গলি দরবস্ত বাজার এলাকা হতে সাদা রংয়ের ৯৩০ পিচ ইয়াবাসহ ০১ জন গ্রেপ্তার।র্যাব -৯ ,
র্যাব -৯ ,এর অভিযানে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন বড়গলি দরবস্ত বাজার এলাকা হতে সাদা রংয়ের ৯৩০ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।র্যাব -৯ ,
আয়াজ সানি সিটিজি ট্রিবিউন সিলেট;
র্যাব -৯ , ( স্পেশাল কোম্পানী ) ইসলামপুর , সিলেট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০২ জন ব্যক্তি কর্তৃক মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় – বিক্রয় করার সংবাদ প্রাপ্ত হলে ২৬/০১/২০২২ তারিখ রাত ১১.৩০ ঘটিকার সময় স্পেশাল কোম্পানীর আভিযানিক দলটি সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন
বড়গলি দরবস্ত বাজার সাকিনস্থ আল মারুফ রেস্টুরেন্ট এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ আল আমিন ( ২০ ) ,কে আটক করে এবং তার সাথে থাকা অপর একজন পালিয়ে যায় ।
উপস্থিত লোকজনের সামনে তল্লাশিকালে মোঃ আল আমিন ( ২০ ) এর ডান হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ০৫ টি নীল রংয়ের পলিপ্যাকে রক্ষিত মোট ৯৩০ পিচ সাদা রংয়ের ইয়াবা ট্যাবলেট জব্দ পূর্বক গ্রেফতার করে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন ( ২০ ) এবং পলাতক আসামীর দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ।
জব্দকৃত সাদা রংয়ের ইয়াবা ট্যাবলেটের মোট মূল্য আনুমানিক ৪,৬৫,০০০ / – টাকা । এছাড়া গ্রেফতারকৃত আসামীর সাথে থাকা পলাতক আসামীর নাম- আলম ( ৩০ ) , বলে জানায় ।
মামলার পরবর্তী কার্যক্রমের স্বার্থে উদ্ধারকৃত আলামত , গ্রেফতারকৃত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে ।