চট্টগ্রামে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় না-ফেরা দেশে চলে গেল কলেজ ছাত্র নিলয়
চট্টগ্রামে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় না-ফেরা দেশে চলে গেল কলেজ ছাত্র নিলয়
সিটিজি ট্রিবিউন চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন চট্টগ্রাম মহিলা কলেজ মোড়ে গত ২৪/০৫/২০২৩ তারিখ ( বুধবার) রাত আনুমানিক ১১:০০ টার সময়, মোহাম্মদ আবু জোনায়েদ নিলয় নামে এক ছাত্র মোটর সাইকেল দূর্ঘটনার শিকার হয়।
এমন ঘটনা দেখে আশপাশের কিছু মানুষ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।নিলয়ের অবস্থার অবনতি হলে। তার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম এভার কেয়ার হসপিটালে ভর্তি করেন।
ঐ হসপিটালে একদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল ২৫/০৫/২০২৩ বৃহস্প্রতিবার বিকাল ৪:৩০ মিনিটে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালেই ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) খোজ নিয়ে জানাযায়,
শেরশাহ কলোনী নিবাসী, বিশিষ্ট সমাজ সেবক, শেরশাহ বায়তুল মোকারম জামে মসজিদের সম্মানিত উপদেষ্টা জনাব এস এম আবুল কালাম আজাদের একমাত্র পুত্র,ও আরব আমিরাত আওয়ামী যুবলীগ এর সাংঘটনিক সম্পাদক জনাব এস এম শফিকুল ইসলাম শফি ও সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রাজা মিয়ার এর ভ্রাতুষ্পুত্র ছিল।
মৃত্যুকালে তার বয়স ছিল২০ বছর, এবং চট্টগ্রাম সানসাইন গ্রামার স্কুল এণ্ড কলেজের ছাত্র ছিল।
আগামী কাল রোজ শুক্রবার বাদ জুমা, শেরশাহ ঈদগাহ ময়দানে, মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হইবে।