বিজিবি ও ডিএনসির যৌথ অভিযানে ৯৩০ গ্রাম হেরোইনসহ আটক ২
বিজিবি ও ডিএনসির যৌথ অভিযানে ৯৩০ গ্রাম হেরোইনসহ আটক ২
সিটিজি ট্রিবিউন ২৫ মে ২০২৩
আজ আনুমানিক ১০:০০ টার সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ০১টি বিশেষ টহলদল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলা ঝিলংজা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খুরুলিয়া দরগা পাড়াস্থ নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে।
চট্টগ্রাম হতে কক্সবাজারগামী শ্যামলী পরিবহন বাস (ঢাকা মেট্টো-গ-১৪৬২৫৭, কক্সবাজার) তল্লাশী করে ০২ জন আসামী যথাক্রমে মোঃ ইমরান (৩৮) গ্রাম-নোয়াপাড়া এবং নুরুল হক প্রামানিক বাবুল (৪১),গ্রাম-নোয়াছড়ি উভয়ের থানা-চকরিয়া, জেলা-কক্সবাজারদেরকে ৯৩০ গ্রাম হেরোইনসহ আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামীদ্বয়কে হেরোইনসহ কক্সবাজার সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।