সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত: চট্টগ্রাম প্রেস ক্লাবে রফিক আহামদ

সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত: চট্টগ্রাম প্রেস ক্লাবে রফিক আহামদ 

 

সিটিজি ট্রিবিউন চট্টগ্রাম:

বেসরকারি এনজিও সংস্থা ‘মমতা’র প্রধান নির্বাহী আলহাজ রফিক আহামদ বলেছেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে চট্টগ্রামের উন্নয়নে যে কোনো উদ্যোগ নেয়া হলে সেক্ষেত্রে আমি পাশে থাকবো। আজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখাই হচ্ছে আমার ইচ্ছা।

সেইলক্ষ্যে অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি নারী ও শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে অলাভজনক সংস্থা ‘মমতা’। তিনজন দিয়ে শুরু করা এই প্রতিষ্ঠানে বর্তমানে দুই হাজারেরও অধিক মানুষের কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে।


 
তিনি আরো বলেন, কলেজ জীবন থেকে গণমাধ্যমের সাথে আমার সম্পৃক্ততা। সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত। সুন্দর সমাজ বিনির্মাণে রয়েছে তাদের বিশেষ ভূমিকা। তাই তাদেরকে বলা হয় জাতির দর্পন। আজ চট্টগ্রাম প্রেস ক্লাব পরিবারভুক্ত হয়ে আমি গর্বিত।

২১ মে রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিশিষ্ট সমাজকর্মী আলহাজ রফিক আহামদ এই কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ।

 
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা বলেন, শুধু অর্থ থাকলে আলোকিত মানুষ হওয়া যায় না। কর্মের মাধ্যমে মানুষ স্মরণীয় ও বরণীয় হয়ে থাকেন। এমন বৈশিষ্টসম্পন্ন ব্যক্তিত্বের মধ্যে রফিক আহামদ অন্যতম। বিভিন্ন উন্নয়ন সংস্থার মাধ্যমে অবহেলিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। সমাজ উন্নয়নে অবদান রাখা তার মতো বিশিষ্ট ব্যক্তি চট্টগ্রাম প্রেস ক্লাবের সাথে অন্তর্ভুক্ত হওয়ায় আমরা আনন্দিত। 

 
অনুষ্ঠানের শুরুতে আলহাজ রফিক আহামদের জীবনী পাঠ করেন প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম। প্রেস ক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর চট্টগ্রাম  প্রেস ক্লাবের পক্ষ থেকে অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল  রাহমান, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ,
মো.  আইয়ুব আলী, মমতা’র উপ-প্রধান নির্বাহী মোহাম্মদ ফারুক, উপসহকারী নির্বাহী মোহাম্মদ শাহরিয়ার, পিআরও মনির হোসেন,  চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এম নাসিরুল হক, নির্মল চন্দ্র দাশ, জাহিদুল করিম কচি, মুহাম্মদ শামসুল হক, জেড এম এনায়েত উল্লাহ,
স্বপন কুমার মল্লিক, আবু জাফর মো. হায়দার, জাকির হোসেন লুলু, মইনুদ্দীন কাদেরী শওকত, আসিফ সিরাজ, আবিদ হোসেন, মাখন লাল সরকার, পংকজ কুমার দস্তিদার, তাপস বড়ুয়া রুমু, দেবপ্রসাদ দাস দেবু, মাহবুব উর রহমান, সান্টু কুমার দাশ, শিশির বড়ুয়া, বিপুল বড়ুয়া,
নুরউদ্দিন আহমদ, শাহনেওয়াজ রিটন, কামাল উদ্দিন খোকন, সাইদুল আজাদ, এস এম আজিজুল কদির, রাজেশ চক্রবর্তী, নিপুল কুমার দে, মো. গোলাম মর্তুজা আলী, সুমন গোস্বামী, হেলাল শিকদার, সুবল বড়ুয়া, রনি দে, অনুপম বড়ুয়া, তুষার দেব, কাঁকন দেব’সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

Leave a Reply