বীর মুক্তিযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের জন্য সিএমপি কমিশনারের উপহার 

বীর মুক্তিযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের জন্য সিএমপি কমিশনারের উপহার 

 

সিটিজি ট্রিবিউন, নিজস্ব প্রতিবেদকঃ

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা রাখা বীর মুক্তিযোদ্ধা, পুলিশ মুক্তিযোদ্ধা এবং সুবিধাবঞ্চিতদের জন্য চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।  

 

রোববার (১৬ এপ্রিল) সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইন্স ইনডোর গেমস হলে এ ঈদ উপহার বিতরণ করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। বীর মুক্তিযোদ্ধা, পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের ৫০০ জন ও হত দরিদ্র ২২৪০ জনকে এই ঈদ উপহার বিতরণ করা হয় সিএমপি’র পক্ষ থেকে।

এসময় বীর মুক্তিযোদ্ধা, পুলিশ মুক্তিযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের সাথে কুশল বিনিময় সহ সব ধরনের খোঁজ খবর নেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়। 

শুভেচ্ছা উপহার বিতরণের সময় পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, কোন দয়া-দাক্ষিণ্য নয়, বরং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর একটি প্রয়াস থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই আয়োজন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সিএমপির ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ, প্রশাসন ও অর্থ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এম এ মাসুদ, ক্রাইম এন্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন, সদরের উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল ওয়ারীশ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

Leave a Reply