চট্টগ্রামে র‌্যাবের হাতে ধরা পড়ল ডাকাত ও ছিনতাই চক্রের ১১ সদস্য 

চট্টগ্রামে র‌্যাবের হাতে ধরা পড়ল ডাকাত ও ছিনতাই চক্রের ১১ সদস্য 

 

সিটিজি ট্রিবিউন, নিজস্ব প্রতিবেদকঃ

দামী প্রাইভেট কারে ঘুরে বেড়িয়ে ডাকাতির উদ্দেশ্যে চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাই চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সংঘবদ্ধ চক্রের সসদ্যরা একত্রিত হয়ে আগ্রাবাদ থেকে প্রাইভেটকার যোগে ডাকাতির উদ্দেশ্যে বিমানবন্দর যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

গ্রেফতারকৃতরা হলেন-  মোঃ ইমরান হাসান (২৭), মোঃ রুবেল (৩১), মোঃ শফি প্রকাশ মোঃ মিজানুর রহমান (২৯), জাহাঙ্গীর আলম সোহাগ (২৮), মোঃ মোয়াজ্জেম হোসেন (৩৪),  ইয়াছিন আরাফাত মিনার (২৫), মোঃ জমির (৪৫), মোঃ সৈকত (২২), হাবিবুল কিবরিয়া প্রকাশ আরমান (২২), কিল্টন দে (২৯) ও মোঃ কায়সার হামিদ (৩৪)।

সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সংঘবদ্ধ ডাকাতদল চক্রের সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে আগ্রাবাদ থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছে। এমন তথ্যের মাধ্যমে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করেছি।

তিনি বলেন, সংঘবদ্ধ চক্র থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চট্রগ্রাম নগরীর বিভিন্ন স্থানে ছিনতাই, ডাকাতি, সিএনজি চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে আরো জানা গেছে,  এ চক্রের মধ্যে ৩ থেকে ৪ জন বিমান বন্দরের ভেতর অবস্থান করে প্রবাসীদের টার্গেট করে। প্রবাসীরা যখন বিমানবন্দর থেকে বের হয়। তখন তাদের তথ্যমতে চক্রের বাকি সদস্যরা পথের মধ্যে প্রবাসীদের গাড়ি থামিয়ে দেশী অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব লুটে করে নেয় এবং প্রবাসীদের পাসপোর্ট ছিনিয়ে নিয়ে ব্ল্যাকমেইল করে মোটা অংকের অর্থ আদায় করে। তারা আরও জানায়, এ ধরনের ছিনতাই ছাড়াও চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী ও বাঁশখালী রুটে চলাচলকারী সিএনজি চালকদের সিএনজি টার্গেট করতো চক্রটি। যাত্রী সেজে সিএনজিতে উঠে মাঝপথে নির্জন স্থানে চক্রের বাকি সদস্যরা একত্রিত হয়ে সিএনজি ড্রাইভারকে ধারালো অস্ত্র দিয়ে আহত করে সিএনজি ছিনতাই করে পালিয়ে যেতো। পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় গিয়ে লাখ টাকার গাড়ি ৭০ থেকে ৮০ হাজার টাকা দিয়ে বিক্রি করতো। 

র‌্যাব জানায়, সংঘবদ্ধ এ ডাকাতদল চক্রটি রমজান মাস এবং ঈদুল ফিতরকে কেন্দ্র করে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাসসমূহের সাধারণ যাত্রী এবং ড্রাইভারদেরকে দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ভয়-ভীতি দেখিয়ে যাত্রীদের মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করতো।

গ্রেফতারকৃত আসামিদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব।

 

Leave a Reply