পেকুয়া থানার ৬ মামলার আসামি পাহাড়তলী থানা পুলিশের জালে আটক
পেকুয়া থানার ৬ মামলার আসামি পাহাড়তলী থানা পুলিশের জালে আটক
সিটিজি ট্রিবিউন, নিজস্ব প্রতিবেদকঃ
দীর্ঘদিন ধরে ছদ্মবেশে বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলেন পেকুয়া থানার ৬ মামলার আসামি গিয়াস উদ্দিন খোকন (৩৫),। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না তাঁর। অবশেষে চট্রগ্রামের পাহাড়তলী থানা পুলিশ জালে আটক হয় তিনি।
গত (১০ এপ্রিল) সোমবার সাড়ে এগারোটার দিকে চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন বিটাক বাজারস্থ বাইন্যাপাড়ার মূখে মোবাইল টিম অবস্থান করা কালে একজন ব্যক্তি পুলিশকে দেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সন্দেহ হলে খোকনকে দৌড়ে আটক করে পুলিশ।
প্রথমে জিজ্ঞাসাবাদ করে ঠিকানার বিষয়ে জানতে চাইলে, সেই একেক সময় একেক কথা বলে। পরবর্তীতে একপর্যায়ে বেরিয়ে আসে একেরপর এক তথ্য, কক্সবাজার জেলার পেকুয়া থানায় রয়েছে তার নামে ৬ মামলা। আর সেই মামলা মাথায় নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় খোকন।
আটককৃত ব্যক্তি হলেন – ফরিদুল আলম প্রকাশ বাদশার ছেলে গিয়াস উদ্দিন খোকন (৩৫)। তিনি কক্সবাজার জেলার পেকুয়া থানার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিন খোকন কক্সবাজার জেলার পেকুয়া থানার চিহ্নিত আসামি। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানাও রয়েছে তার। এছাড়া অন্য আরও একটি মামলার পালাতক আসামী। পরবর্তীতে পেকুয়া থানার অধিযাচন মূলে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।