মাহিয়া মাহি পুলিশের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন: মোল্লা নজরুল
মাহিয়া মাহি পুলিশের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন: মোল্লা নজরুল
সিটিজি্ট্রিবিউন: চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
শনিবার দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এই মামলায় আরেক আসামি তার স্বামী রাকিব সরকার পলাতক রয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন জিএমপির কমিশনার মোল্লা নজরুল ইসলাম। দুপুর সাড়ে ১২টায় একটি ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
এতে জিএমপি কমিশনার জানান, গত ১৭ মার্চ ৯৯৯ নাম্বারে কল পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা এলাকায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ সংলগ্ন এলাকায় মারামারি হচ্ছে মর্মে জানতে পারে বাসন থানা পুলিশ। বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। কিন্তু বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করে চিত্রনায়িকা মাহিয়া মাহি লাইভে এসে পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন।
লাইভে মাহী বলেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে। সেই শোরুমে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। হামলাকারীরা তার শোরুমের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা শোরুমের বিভিন্ন আসবাব, দরজা-জানালার কাচ, টেবিল-চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ডও খুলে ফেলেছে। দুর্বৃত্তরা তার অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে। ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মাহি।
লাইভে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেয়ার অভিযোগ তোলেন মাহি। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বিধায় মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। শুক্রবার রাতে বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। মামলায় মাহিয়া মাহির বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর লক্ষ্যে মিথ্যাচার, বানোয়াট, আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করা হয়।
শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে মাহিয়া মাহি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। এদিকে আটকের পর মাহিয়া মাহিকে গাজীপুর জেলা জজ আদালতে প্রেরণ করা হয়। সেখান থেকে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।প্রতিবেদন:কেইউকে।