চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি দিয়ে ঝাকঝমক ভাবে সম্পন্ন হলো আইএসপিএবি মেলা ২০২৩
সিটিজি ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের সব ইন্টারনেট সেবাদানকারী উদ্যোক্তাদের মাঝে সম্প্রীতি বাডিয়ে চলমান ব্যবসায়ের মন্দাবস্থা অবস্থা থেকে সদস্যদের চাঙ্গা করতে এবং সাধারণ জনগণকে টেলিকম যন্ত্রপাতির নিত্যনতুন প্রযুক্তি সম্পর্কে অবহিত করা উদ্দেশ্য নিয়ে গত ১২ই মার্চ চট্টগ্রাম ISPAB উদ্দেগ্যে দিন ব্যাপি আয়োজন করা হযেছিল আই টি ফেযার ২০২৩”এবং রাতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও চট্টগ্রামের এতিহ্যাসিক মেজবান।
নগরীর পাঁচলাইশের দি কিং অব চিটাগাং-এ অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ISPAB) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইমদাদুল হক। সে সময় তিনি বলেন, আমরা আশা করি ভবিষ্যতে মাননীয় মন্ত্রী ও সচিবগণের উপস্থিতিতে আরো বড় পরিসরে এ ধরনের মেলার আয়োজন করা হবে। আমরা বিগত জানুয়ারি মাসে ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩ উদযাপন করেছি এবং আগামী অক্টোবরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তত্ত্বাবধানে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ মেলার আয়োজন করব। সেই মেলায় চিটাগাংয়ের প্রত্যেক সদস্যই সরাসরি অংশগ্রহণ করবে। এই চট্টগ্রামেই আগামীতে আমরা আন্তর্জাতিক মানের সম্মেলন করবে ISPAB।
চট্টগ্রামের এই মেলা আগামীতে ২-৩ দিন বাড়িয়ে বড় পরিসরে করার প্রতিশ্রুতি দেন সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁঞা।
এসময় আরও উপস্থিত ছিলেন আইএসপিএবি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল কাইউম রাশেদ, কোষাধ্যক্ষ মো: আসাদুজ্জামান, পরিচালক মাহবুব আলম (রাজু) ও সাকিফ আহমেদ।
মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আইএসপিএবির সহ-সভাপতি আনোয়ারুল আজিম ও আঞ্চলিক শাখা কমিটির আহবায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স মেলা আয়োজক কমিটি পরিচালনা করেন। সংবর্ধিত হন আয়োজক কমিটির সদস্য নাজমুল হক টগর, মানস বড়ুয়া, কামরুল হাসান জন, দীপঙ্কর বড়ুয়া শিমুল, ওসমান গনি ও আলী আকবর। অনুষ্ঠানে আইএসপিএবি ফুটবল টুর্নামেন্টে এবছরে চ্যাম্পিয়ন চিটাগং টিমকে সংবর্ধনা দেয়া হয়। এরা হলেন, আবু মোক্তার, নাজমুল মোরশেদ রিয়াদ, আজাদ আলী শুভ, শরীফ উদ্দিন, লিটন বড়ুয়া, এনামুল হক আইমন, মোঃ সাইমন, মো সাবের, মোরশেদুর রহমান, নাইমুল ইসলাম শরীফ এবং লতিফুল ইসলাম।
সকাল থেকেই মেলার ২০ টি স্টলে ছিল সাধারণ মানুষের ভিড়। সবার ই আগ্রহ ছিল নতুন নতুন ইন্টারনেট অফার এবং নিত্যনতুন টেলিকম যন্ত্রপাতি নিয়ে। সন্ধ্যায় আইটি ফেয়ার শেষে ছিল মন্যজ্ঞ্যগ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে চটগ্রামের বিভিন্ন নামকরা শিল্পিদের গান মনমুগ্ধ করে রাখে মেলায় আসা প্রায় হাজার পাঁচেক দর্শকদের। রাতে মেলার বিশেষ আকষর্ন ছিল চট্টগ্রামের প্রসিদ্ধ আবুল বাবুর্চির হাতের ঐতিহ্যবাহী মেজবান