বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সহ সম্পাদক মনোনীত হলেন রুপক কান্তি দেব

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সহ সম্পাদক মনোনীত হলেন রুপক কান্তি দেব

সিটিজি ট্রিবিউন নিজস্ব প্রতিবেদক :

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির
সহ-সম্পাদক মনোনীত হয়েছেন রুপক কান্তি দেব । তিনি চট্টগ্রাম উওরজেলা তাঁতীলীগের সদস্য সচিব হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন।

রোববার (১২ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদকের মনোনয়নপত্র তুলে দেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল ও কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির পরিচালক সুশান আনোয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেওয়ান মাকসুদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের সাবেক ট্রাস্টি উত্তম শর্মা, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এম হোসাইন রানা।

রুপক কান্তি দেব দীর্ঘদীন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম জেলার দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন।এছাড়াও তিনি উত্তর জেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।

Leave a Reply