অবৈধভাবে মজুদকরা ২০ হাজার মেট্রিক টন চাল জব্দ গুদাম সিলগালা
অবৈধভাবে মজুদকরা ২০ হাজার মেট্রিক টন চাল জব্দ গুদাম সিলগালা
সিটিজি ট্রিবিউন খুলনা:
দীর্ঘদিন যাবত কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে সরকারি চাল গুদামজাত করার মাধ্যমে বাজারে চালের কৃত্রিম সংকট তৈরী করে আসছে।এ সংক্রান্তে র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য সংগ্রহ করে।
র্যাব-৬ খুলনা (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল, নির্বাহী ম্যাজিস্ট্রেট বাগেরহাট এর সমন্বয়ে ০২ ফেব্রুয়ারি আনুমানিক ০২:৪০ টা হতে ০৫:৩০ টা পর্যন্ত বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন খাজুরা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ২০ (বিশ) হাজার মেট্রিক টন সরকারি চাল গুদামজাত করার দায়ে এএমএম জুট মিল সিলগালা করে দেয় এবং মিলের ম্যানেজার ১। অলোক চক্রবর্ত্তী,জেলা-বাগেরহাটকে কৃষি বিপণন আইনে ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা জরিমানা করে।
জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ ব্যক্তি তাৎক্ষনিক প্রদান করায় বিধিমোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসন উক্ত এএমএম জুট মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন।