চন্দনাইশে মাদক মামলার ০১ জন আসামী গ্রেফতার
চন্দনাইশ থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে মাদক মামলার জিআর পরোয়ানাভূক্ত ০১ জন আসামী গ্রেফতার
সিটিজি ট্রিবিউন, মোঃআলাউদ্দীন ;
০১ ফেব্রুয়ারি বুধবার আনুমানিক রাত ১১ টায় চন্দনাইশ থানা পুলিশ সূচিয়া কুলাল ডাঙ্গা সাকিনে অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেপ্তারে করে,
গ্রেপ্তারকৃত আসামি হলেন মৃত মাষ্টার স্বপন কান্তি দাশ এর পুত্র পলাশ কান্তি দাশ (৪৬) সূচিয়া কুলাল ডাঙ্গা, (বৈদ্যের বাড়ী) ৮নং ওয়ার্ড, বরকল ইউপি,থানা-চন্দনাইশ।
চন্দনাইশ থানার ওসি মো.আনোয়ার হোসেন বলেন, আসামিকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে।