শব্দ দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা : ৩৯ টি মামলায় ৪৭৯০০ টাকা জরিমানা
শব্দ দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা : ৩৯ টি মামলায় ৪৭৯০০ টাকা জরিমানা
সিটিজি ট্রিবিউন, মোঃআলাউদ্দীন
৩০ জানুয়ারি সোমবার সকাল ১০ টা থেকে-১টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগার ও চট্টগ্রাম অঞ্চল কর্তৃক কর্ণফুলী থানার পুলিশের সহায়তায় চট্টগ্রাম জেলার কোরিয়ান ইপিজেড এর সম্মুখে আনোয়ারা বাঁশখালী প্রধান সড়কে শব্দ দূষণ রোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এই সময় গাড়ির শব্দ দূষণ রোধে মোট ৩৯ টি মামলায় ৪৭৯০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। মোট ৯২ টি হাইড্রোলিক হর্ণ জব্দ ও ধ্বংস করা হয়।
মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগার ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুফিদুল আলম । আরও উপস্থিত ছিলেন এ কার্যালয়ের উপপরিচালক মোঃ কামরুল হাসান, সহকারী পরিচালক জাহানারা ইয়াসমিন, সিনিয়র কেমিস্ট মোঃ হোযায়ফাহ সরকার, জুনিয়র কেমিস্ট মোঃ শফিকুল ইসলাম, কর্ণফুলী থানার পুলিশ ফোর্স এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গবেষণাগার কার্যালয়ের কর্মচারীবৃন্দ।