এগারো কোটি ছেচল্লিশ লক্ষ টাকার ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা উদ্ধার

এগারো কোটি ছেচল্লিশ লক্ষ টাকার ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা উদ্ধার

 

আয়াজ সানি সিটিজি ট্রিবিউন ১১ নভেম্বর :

 

চট্টগ্রাম জেলার টেকনাফে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১১,৪৬,০০,০০০/- (এগারো কোটি ছেচল্লিশ লক্ষ) টাকার ২.১১২ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে বিজিবি।

লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার অধিনায়ক, (২ বিজিবি) জানান

১১ নভেম্বর ২০২২ সন্ধ্যায় বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির অধীনস্থ লেদা বিওপি’র একটি সীমান্ত সুরক্ষা টহলদল বিআরএম-১১ হতে আনুমানিক ৩০০ মিটার উত্তর দিকে নাফ নদীর কিনারায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল।

আনুমানিক ৬:৫০ মিনিটে বিজিবি টহলদল একজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে এবং তার গতিবিধি সন্দেহ হওয়ায় টহলদল চ্যালেঞ্জ করে দ্রুত তার দিকে অগ্রসর হয়।

উক্ত ব্যক্তি বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই বহনকৃত একটি ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। টহলদল বর্ণিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীর ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে।

উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ২.১১২ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্যের সিজারমূল্য ১১,৪৬,০০,০০০/- (এগারো কোটি ছেচল্লিশ লক্ষ) টাকা।

পরবর্তীতে টহলদল উক্ত এলাকায় ০৭:৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করলেও কোন চোরাকারবারী কিংবা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।

উক্ত স্থানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় চোরাকারবারীকে সনাক্ত করাও সম্ভব হয়নি।

চোরাকারবারীকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

 

Leave a Reply