ভাইস প্রেসিডেন্টের মাথায় বন্দুক ধরলেন যুবক
ভাইস প্রেসিডেন্টের মাথায় বন্দুক ধরলেন যুবক
সিটিজিট্রিবিউন: অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন আর্জেনটিনার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিস্টিনা ফার্নান্দেজ তার বাড়ির বাইরে সমথর্কদের উদ্দেশে কথা বলছিলেন। এ সময় এক বন্দুকধারী ক্রিস্টিনা ফার্নান্দেজের কপালের দিকে বন্দুক তাক করেন।
তবে ওই বন্দুকধারি গুলি ছুড়তে ব্যর্থ হয়েছে। ইতোমধ্যে বন্দুকধারীকে আটক করে পুলিশি হেফাজাতে নেওয়া হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ জানান, বন্দুকে পাঁচটি গুলি ছিল কিন্তু বন্দুকধারী গুলি চালাতে ব্যর্থ হয়।
ফার্নান্দেজ ডি কির্চনারের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার চলছে। আদালত থেকে তিনি বাড়ি ফিরছিলেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন তিনি। লিশের পক্ষ থেকে বলা হয়েছে, আটক অস্ত্রধারী ব্রাজিলিয়ান, যার বয়স ৩৫ বছর। তাকে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। তার উদ্দেশ্য কী, তা জানতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, সামান্য দূরত্বে ক্রিস্টিনার মাথার দিকে বন্দুক তাক করে ছিলেন ওই ব্যক্তি। দেখে মনে হয়, তিনি গুলি ছোড়ার চেষ্টা করছিলেন। ।প্রতিবেদন:কেইউকে।