কেরানীরটেকে ডাকাতি প্রস্তুতিকালে ০৮ টি দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ০৫ জন গ্রেফতার,র্যাব-১
কেরানীরটেকে ডাকাতি প্রস্তুতিকালে ০৮ টি দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ০৫ জন গ্রেফতার,র্যাব-১
আয়াজ সানি সিটিজি ট্রিবিউন;
গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় কতিপয় সংঘবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে বলে জানা যায়। তারা দিনের বেলায় বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে ভয়ংকর হয়ে উঠে।
টঙ্গী এলাকার সাধারণ লোকজনের বাসা-বাড়ি এবং যাতায়াতকারী গাড়ির আরোহীদের এই চক্রের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে এবং বিভিন্নভাবে ভীতি প্রদর্শন করে ও প্রাণ নাশের হুমকি দিয়ে তাদের নিকটে থাকা মোবাইল, টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রীসহ সর্বস্ব ছিনিয়ে নেয়।
এই চক্রের ফাঁদে পরে অনেকেই শারিরীকভাবে লাঞ্ছনার স্বীকার হয়েছে বলে জানা যায়।বিষয়টি র্যাবের দৃষ্টিগোচর হলে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
গত ১৯ আগস্ট ২০২২ তারিখ আনুমানিক ০৪:২৫ চার সময় র্যাব-১,উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি গাজীপুর এর টঙ্গীপূর্ব থানাধীন আমতলী কেরানীরটেক এলাকায় অভিযান পরিচালনা করে।
ডাকাত চক্রের সক্রিয় সদস্য ১) মোঃ রনি খাঁ (৩৫),গাজীপুর, ২) মোঃ কবির হোসেন (৩০), জেলা-জামালপুর, ৩) মোঃ আকাশ মিয়া (২০), জেলা-লক্ষীপুর, ৪) মোঃ সুমন মিয়া (৪০) জেলা-নরসিংদী, এবং ৫) মোঃ জুয়েল মোস্তফা (২৫),জেলা-কিশোরগঞ্জ’দের গ্রেফতার করে।
এসময় ধৃত আসামীদের নিকট হতে ০৩ টি বড় ছুরি, ০১ টি ছুরি, ০২ টি রামদা, ০১ টি তলোয়ার, ০১ টি কুড়াল, ও ০১ টি দেশীয় অস্ত্র ধার দেওয়ার শান পাথর ও ০৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যায় ,তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকাসহ আশপাশের এলাকায় বাসা-বাড়ি, সাধারণ পথচারী,
বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, ব্যাটারী চালিত রিক্সা, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছে।
এছাড়াও তারা জানায়, অপরিচিত কেহ তাদের এলাকায় নতুন আসলে তাদের গতিবিধি লক্ষ্য করে কৌশলে ছিনতাই কার্যক্রম করে এবং তাদের ছিনতাই কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে উক্ত অস্ত্র দ্বারা আঘাত করে মালামাল লুট করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।