শীর্ষ সন্ত্রাসী ও শিবির ক্যাডার সাজ্জাদ এর অন্যতম সহযোগী মুন্না ও হিরু ডিবির হাতে গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী ও শিবির ক্যাডার সাজ্জাদ এর অন্যতম সহযোগী মুন্না ও হিরু ডিবির হাতে গ্রেফতার
সিটিজি ট্রিবিউন চট্টগ্রাম;
চট্টগ্রাম নগরীতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ০৩/০৮/২০২২ বায়েজিদ থানাধীন ভক্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে বায়েজিদ বোস্তামী থানার মামলার আসামী ১) বেলাল উদ্দিন মুন্না(৪৩),
২) মোঃ নাজিম উদ্দিন হিরু(৩৪), জেলা-চট্টগ্রাম’দ্বয়কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী বেলাল উদ্দিন মুন্না(৪৪) এর বিরুদ্ধে সিএমপি’র বায়েজিদ ও পাঁচলাইশ থানায় হত্যা, চাঁদাবাজি ও বিস্ফোরণ আইনে ০৭ টি মামলা।
মোঃ নাজিম উদ্দিন হিরু (৩৯) এর বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় বিস্ফোরণ আইনে ০৫ টি মামলা আছে।