র‍্যাব-১৩,ও র‍্যাব-৭,এর যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

র‍্যাব-১৩,ও র‍্যাব-৭,এর যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

 

আয়াজ সানি সিটিজি ট্রিবিউন;

 

রংপুরে গত ০৫ মে ২০২২ তারিখ দুপুর আনুমানিক ১:০০ টার সময় ভিকটিমের মা তাদের বাড়ির প্রায় আধা কিলোমিটার দূরে বিলের মধ্যে কাটা ধানের আঁটি আনতে যাওয়ার সময় তার ০৩ বছরের শিশুকন্যাকে তার ছেলের নিকট রেখে যায়।

তার ছেলে খেলাধূলায় ব্যস্ত হয়ে গেলে আনুমানিক ০২:৩০ টার সময় শিশুটি তাদের বাড়ী সংলগ্ন মসজিদের সামনে একাকী খেলাধূলা করতে থাকে। পরবর্তীতে আসামী মোঃ মাহফুজুর রহমান(৩০) উক্ত স্থানে এসে শিশুকন্যাকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে বাদীর নিজ বশত ঘরের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণ করে।

শিশুটি কান্নাকাটি করলে আসামী শিশুটিকে খেলনা গাড়িসহ বাদীর বাড়ীতে রেখে চলে যায়। উক্ত ধর্ষনের ঘটনা সংঘটিত হওয়ার পর ধর্ষক গ্রেফতার এড়াতে রংপুর হতে পালিয়ে আত্মগোপনে চলে যায়।

পরবর্তীতে ভিকটিমের মা গত ০৬ মে ২০২২ তারিখে আরপিএমপি, রংপুর মাহিগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করে। এজাহার দায়ের করার সাথে সাথে র‍্যাব-১৩, রংপুর বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে।

গত ২৫ জুলাই ২০২২ বিকালে র‍্যাব-১৩, রংপুর এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭, চট্টগ্রাম ক্যাম্প এর সহায়তায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা থানাধীন তবলছড়ি বাজার ডাকবাংলো হাফিজিয়া মাদ্রাসা এলাকায় অভিযান পরিচালনা করে

শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র আসামী মোঃ মাহফুজুর রহমান(৩০), আরপিএমপি, রংপুর মাহিগঞ্জ’কে গ্রেফতার করেন ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ মাহফুজুর রহমান(৩০) উপরোক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে আসামী’কে আরপিএমপি, রংপুর মাহিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Reply