চোরাই মোটর সাইকেল উদ্ধার ও জড়িত ০৩ আসামী গ্রেফতার (পিবিআই চট্টগ্রাম)
চোরাই মোটর সাইকেল উদ্ধার ও জড়িত ০৩ আসামী গ্রেফতার (পিবিআই চট্টগ্রাম)
সিটিজি ট্রিবিউন চট্টগ্রাম;
চট্টগ্রাম নগরীতে সূত্রে বর্ণিত মামলার বাদী মোঃ সিরাজুল মোস্তফা তুহিন একজন মোটর সাইকেল রাইডার। তিনি পাঠাও ও উবারের মাধ্যমে মোটর সাইকেল ভাড়া চালাইয়া জীবিকা নির্বাহ করেন। আসামীগণ সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃত আসামী মোঃ সাঈদ (২০), থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম মামলার ঘটনার এক সপ্তাহ পূর্বে বাদীর সাথে সখ্যতা গড়িয়া তুলে।
গত ১২/০২/২০২২ দুপুর ০২.৪৯ টার সময় আসামী মোঃ সাঈদ (২০) বাদী মোঃ সিরাজুল মোস্তফা তুহিন’কে ফোন করে মোটর সাইকেল চালানো শিখবে মর্মে মোটরসাইকেল সহ অক্সিজেন মোড়ে যাইতে বলে।
আসামী মোঃ সাঈদ এর কথামতো বাদী গত ১২/০২/২০২২ বিকাল অনুমান ০৩.১৬ টায় অক্সিজেন এলাকায় তাহার মালিকানাধীন মোটরসাইকেল TVS Metroplus (রেজিঃ নং-চট্টমেট্রো-হ-২০ ১৮৬৯) নিয়া যায়। অক্সিজেন এলাকায় পৌছালে আসামী সাঈদ বাদীকে বলে যে, অনন্যা আবাসিক এলাকায় গিয়া মোটর সাইকেল শিখবে।
আসামীকে নিয়া বাদী অনন্যা আবাসিক এলাকায় যায় এবং তথায় মোটর সাইকেল চালানো শিখাইতে বলে।
অনন্যা আবাসিকে পৌছাইয়া আসামী সাঈদ মোটর সাইকেলের সামনে বসে এবং বাদীকে পিছনে বসায়। একপর্যায়ে বাদীর ডান পায়ের স্যান্ডেল খুলে মাটিতে পড়ে গেলে তিনি তাহার স্যান্ডেল কুড়িয়ে আনতে মোটর সাইকেল থেকে নামে। তখন আসামী সাঈদ বাদীর মোটর সাইকেলের গতিবৃদ্ধি করে মোটরসাইকেল নিয়া ঐ স্থান হইতে দ্রুত পালিয়ে যায়।
এই সংক্রান্তে বাদী মোঃ সিরাজুল মোস্তফা তুহিন বিজ্ঞ আদালতে সিআর মামলা নং-৮২/২০২২ (হাটহাজারী), ধারা ৩৭৯/৪২০ পেনাল কোড দায়ের করিলে বিজ্ঞ আদালত পিবিআই, চট্টগ্রাম জেলার উপর তদন্তভার অর্পন করেন।
তৎপ্রেক্ষিতে পিবিআই চট্টগ্রাম জেলার এসআই (নিঃ) এসএম রেজাউল হাসান পাটোয়ারী’কে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।
তিনি এই মামলার তদন্তভার গ্রহণ করে বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রাখেন। মামলাটি সুষ্ঠুভাবে তদন্তের লক্ষ্যে পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) এসএম রেজাউল হাসান পাটোয়ারী এর নেতৃত্বে এবং পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান, পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে গত ১৫/০৬/২০২২ হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া বর্ণিত ঘটনায় জড়িত আসামী
১। মোঃ সাঈদ (২০),২। মোঃ ফয়সাল করিম (১৯), ও ৩। মোঃ ইসমাইল হোসেন বাবু (৩০), জেলা চট্টগ্রাম’দেরকে গ্রেফতার করিতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ ইসমাইল হোসেন @বাবুর দেখানো ও সনাক্ত মতে বাদীর TVS Metroplus মোটর সাইকেল (যাহার রেজিঃ নং-চট্টমেট্রো-হ-২০-১৮৬৯, ইঞ্জিন নং-CF1KL1500003, চেসিস নং PS625CF1X L6P33140, মূল্য অনুমান ১,১৫,০০০/- (এক লক্ষ পনের হাজার টাকা) উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এই বিষয়ে বাদী মোঃ সিরাজুল মোস্তফা তুহিন হাটহাজারী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করিলে সূত্রে মামলাটি রুজু হয়। রুজুকৃত মামলাটি পিবিআই চট্টগ্রাম জেলা অধিগ্রহণ করা হয়।
গ্রেফতারকৃত উপরোক্ত আসামীদেরকে ১৬/০৬/২০২২ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
ঘটনার সহিত জড়িত ও সংঘবদ্ধ চোর চক্রের পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে এবং মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রহিয়াছে।