রাজধানীর খিলগাঁও থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ০৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার,র‍্যাব-৩

রাজধানীর খিলগাঁও থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ০৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার,র‍্যাব-৩

 

সিটিজি ট্রিবিউন ঢাকা

 

র‍্যাব-৩,এর একটি আভিযানিক দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে , ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কতিপয় সদস্যরা দীর্ঘদিন যাবৎ রাস্তায় চলাচলরত জনসাধারনকে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন ও আঘাতের মাধ্যমে জখম করে মূল্যবান সরঞ্জামাদি মোবাইল ফোন , টাকা – পয়সা , স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে হয়রানি করে আসছে ।

উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩,এর একটি আভিযানিক দল ০২/০১/২০২২ তারিখ রাত ০৯;৪০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের সদস্য ১। মোঃ রিফাত ( ২০ ), ২। মোঃ দিপু ( ১৯ ), ৩। মোঃ শান্ত সিদ্দিক ( ২২ ) এবং ৪। মোঃ পারভেজ ( ১৯ ) দেরকে গ্রেফতার করতে সক্ষম হয় ।

গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ০৪ টি সুইচ গিয়ার চাকু , ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ ঢাকা মহানগরীর খিলগাঁও , রামপুরা , বনশ্রীসহ আশপাশ এলাকায় পথচারী , রিক্সা আরোহী এবং সিএনজির যাত্রীদের নিকট হতে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছে ।

উক্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

 

Leave a Reply