চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন গ্রেফতার
সিটিজি ট্রিবিউন, চট্টগ্রাম ;
গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার এসআই খালেকুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ২১ মে রাত ৮.৩০ মিনিটে চন্দনাইশ থানাধীন চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া সাকিনের সড়ক ও জনপথ অফিসের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে আসামী মোঃ জামাল হোসেন(৩০) সে (দেশট্রাভেলস বাসের সুপার ভাইজার) অভিনব কায়দায় শুটকীর কাটুনের মধ্যে বিশেষ ভাবে বহন করে ৭০০০পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে গ্রেফতার করেন।
মুঠোফোনে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান আসামী জামাল দেশট্রাভেলস বাসের সুপার ভাইজার আগে ও সে এই ধরনের অপরাধের সাথে জড়িত ছিল বলে স্বীকার করেন,
উক্ত ঘটনায় আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।