পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
সিটিজিট্রিবিউন: বকেয়া বেতন ভাতার দাবিতে আন্দোলনে নামা রিজেন্ট টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার (৪ এপ্রিল) বোয়ালখালী উপজেলার কালুরঘাট এলাকার রিজেন্ট টেক্সটাইল কারখানর সামনে এ ঘটনা ঘটে।
বোয়ালখালী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, শ্রমিকরা বকেয়া বেতন ভাতার দাবিতে আন্দোলন করছিল। পুলিশ সকাল থেকেই ঘটনা স্থলে অবস্থান নেয়। তারা সড়ক অবরোধ করে আন্দোলন করার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়া চেষ্টা করে। কিন্তু ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।। প্রতিবেদন:কেইউকে।