সাভার হতে র্যাব-পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ০৬ জন ভুয়া র্যাব-গ্রেফতার করেছে র্যাব-৪,নকল পিস্তল উদ্ধার
ঢাকা জেলার সাভার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ০৬ জন ভুয়া র্যাব-গ্রেফতার করেছে র্যাব-৪;নকল পিস্তল, ইউনিফর্ম, আইডি কার্ড ও হ্যান্ডকাপ উদ্ধার
আয়াজ সানি সিটিজি ট্রিবিউন ঢাকা;
রাজধানীতে ২৬ মার্চ ২০২২ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় যে, ভুয়া র্যাব-পরিচয় দিয়ে ০৭-১০ জনের একটি চক্র ঢাকা জেলার সাভার থানাধীন কলমা সাকিনস্থ সিএন্ডবি রোডের উপর চেকপোস্ট বসিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে অবস্থান করছে।
এরূপ তথ্যের ভিত্তিতে র্যাব-৪,এর একটি আভিযানিক দল ২৬ মার্চ ২০২২ তারিখ ১১;৫৫ টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০২ টি খেলনা পিস্তল, ০২ সেট র্যাব-ইউনিফর্ম, ০৩ টি নকল র্যাব- আইডি কার্ড, ০২ টি র্যাব-জ্যাকেট, ০১ টি হ্যান্ডকাপ, ০১ টি সিগন্যাল লাইট এবং ০১ টি মোটরসাইকেলসহ নিম্নোক্ত ০৬ জন ভুয়া র্যাব-গ্রেফতার করতে সসক্ষম হয়,র্যাব-৪, জানায়
১। মোঃ সিদ্দিকুর রহমান আবু বক্কর সিদ্দিক (৪০), জেলা-শেরপুর।
২। মোঃ দুলু মিয়া দুলাল (৩৫), জেলা- কিশোরগঞ্জ।
৩। মোঃ রাসেল খাঁন (৩২), জেলা-ফরিদপুর।
৪। মোঃ শাকিল (৩২), জেলা-ময়মনসিংহ।
৫। মোঃ মোবারক হোসেন (৩৭), জেলা-কুমিল্লা।
৬। মোঃ রফিকুল ইসলাম হৃদয় (২৭), জেলা-ময়মনসিংহ।বলে জানা গেছে,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয় স্বীকার করার পাশাপাশি জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পলাতক অজ্ঞাতনামা ৩/৪ জন আসামীদের সহায়তার পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পনা মতে বিভিন্ন মহাসড়কে চেকপোস্ট বসিয়ে নিজেদেরকে র্যাব-পরিচয় দিয়ে সাধারণ ও নিরীহ লোকজনসহ বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছিলো।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।